Tuesday 18 January 2022

03। প্রশ্নঃ বয়লারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের কারণ কি ?

উত্তরঃ শিল্প কারখানার উৎপাদন বয়লারের উপর নির্ভরশীল হওয়ায় বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হইয়া থাকে। কারণ আগুনের সাহায্যে পানি হইতে বাষ্প তৈরী হওয়ায় এবং উৎপাদিত ঐ বাষ্পের চাপ সৃষ্টি হওয়াতে বয়লার একটি বিপদজনক যন্ত্র। তাছাড়া, আগুন, পানি ও বাষ্পের চাপের মধ্যে কিছুদিন বয়লার ব্যবহার করার ফলে স্বাভাবিক ভাবেই বয়লারের কিছু কিছু খুচরা যন্ত্রাংশ অকেজো বা দূর্বল হইয়া যায়। যাহা সাথে সাথে বদলী বা মেরামত করা অত্যাবশ্যক। তাহা না হইলে যে কোন সময় বয়লার বিষ্ফোরিত হইয়া জান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই অবস্থায়, বয়লার অকজো বা দূর্বল খুচরা যন্ত্রাংশ বদলী বা মেরামত করার পর বয়লার পরিদর্শক কর্তৃক যথাযথ পরিক্ষা করিয়া উহার বাষ্প চাপ সহ্য করার ক্ষমতা নির্ধারণপূর্বক বয়লারের নিরাদ চালনা নিশ্চিত করিতে হয়।

0 comments:

Post a Comment