Tuesday 18 January 2022

01। প্রশ্নঃ শিল্প কারখানায় বয়লার ব্যবহারের ক্ষেত্রে সতর্কর্তার প্রয়োজন কেন ?

 

উত্তরঃ বয়লার শিল্প কারখানার জন্য প্রাণ স্বরূপ। যান্ত্রিক ত্রুটির কারণে বয়লার বন্ধ হইলে সাথে সাথে সমগ্র কারখানাটি বন্ধ হইয়া উৎপাদন ব্যাহত হয়। আবার কোন কারণে বয়লার বিস্ফোরিত হইলে বয়লারের সাথে  সংশিষ্ট জান মালের ব্যাপক ক্ষতি সাধিত হইতে থাকিলে বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার উদ্দেশ্যে সেই সময়ের বৃটিশ সরকার “বয়লার আইন 1923 প্রণয়ন করেন এবং উলেখিত আইন প্রয়োগের মাধ্যমে শিল্প কারখানায় স্থাপিত বয়লারের সাথে সংশিষ্ট জান মালের নিরাপত্ত নিশ্চিত করেন। আমাদের দেশে বয়লার আইন 1923 অদ্যবধি কার্যকর রহিয়াছে এবং উক্ত আইন অনুযায়ী বয়লার পরিদর্শন দপ্তরের সার্টিফিকেট ছাড়া বয়লার চালানো দন্ডনীয় অপরাধ।

0 comments:

Post a Comment