(2) সেফটি ভাল্ব (Safety Valve)
বয়লার প্রস্তুতকারী অথবা বয়লার পরিদর্শক কর্তৃক নিরাপদে বয়লার চলালনার জন্য প্রত্যেক বয়লারের বাষ্প চাপ নির্ধারণ করে থাকে।
যে চাপে বয়লার সব সময় নিরাপদে চালনা করা যায়। এই নির্ধারিত প্রেসারকে বয়লারের ওয়াকিং প্রেসার বলে। কোন কারণে বয়লারে ওয়ার্কিং প্রেসারের চেয়ে অতিরিক্ত প্রেসার বেড়ে গেলে এবং বয়লার বিস্ফোরণের উপক্রম হইলে সেফটি ভাল্ব অটোমেটিকভাবে খুলিয়া গিয়া বয়লারের অতিরিক্ত বাষ্প বাহির করিয়া দিয়া বয়লারকে দুর্ঘটনার হাত হইতে রক্ষা করে। বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার জন্য প্রতিটি বয়লারের কমপক্ষে দুইটি সেফটি ভাল্ব থাকা আবশ্যক।
যাহাতে একটি বিকল হইলে অন্যটির দ্বারা বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করা যায়। সেফটি ভালবের নির্গমন পাইপ ভালবের নির্গমন পথের ব্যাসের অপেক্ষা কম হওয়া উচিত নয়। ইহাতে পর্যাপ্ত ধারক এবং নিষ্কাশনের জন্য প্রয়োজনে ঢালু রাখা হয়। পাইপ যথা সম্ভব ছোট হওয়া উচিত । সেফটি ভালব তিন প্রকার যথাঃ (1) লিভার সেফটি ভাল্ব (২) ডেড ওয়েট সেফটি ভাল্ব (৩) স্প্রিং লোডেড সেফটি ভাল্ব।
0 comments:
Post a Comment