Tuesday 8 March 2022

সেফটি ভাল্ব (Safety Valve)

(2) সেফটি ভাল্ব (Safety Valve)

গিজারে সেফটি ভাল্ব লাগানো,সেফটি ভাল্ব,হিটারে সেফটি ভাল্ব লাগানো,হিটারে সেফটি ভাল্ব লাগানোর নিয়ম,সেফটি ভাল্প কেনো লাগানো হয়,কিভাবে হিটারে সেফটি ভাল্ব লাগানো হয়,কিভাবে গিজারে সেফটি ভাল্ব লাগানো হয়,সেফটি ভালব,গিজারে সেপ্টি ভাল্ব লাগানো,গিজারে সেফটি ভাল্ব কানেকশন কিভাবে দেওয়া হয়,গিজারে সেপ্টি ভাল্ব লাগানোর নিয়ম,প্রেসার কুকারের সেফটি বাল্ব নষ্ট হয়ে গেলে কি করব,বালির সেফটি হিসাব,হিটারে সেপটি বাল্প লাগানো,হিটারে সেপটি বাল্প লাগানোর নিয়ম,পেশার ভাল্ব লাগানো safety valve,pressure safety valve,safety valves,valve,safety,lever safety valve,safety valve theory,boiler safety valve,safety valve setting,function of safety valve,boiler safety valve working,pressure relief valve,pressure safety relief valve,pressure safety valve in hindi,valves,gas safety valve,diy safety valve,safety valve pop,relief valve,safety valve body,oven safety valve,pressure settings of spring loaded safety valve,leser safety valve


বয়লার প্রস্তুতকারী অথবা বয়লার পরিদর্শক কর্তৃক নিরাপদে বয়লার চলালনার জন্য প্রত্যেক বয়লারের বাষ্প চাপ নির্ধারণ করে থাকে। 

যে চাপে বয়লার সব সময় নিরাপদে চালনা করা যায়। এই নির্ধারিত প্রেসারকে বয়লারের ওয়াকিং প্রেসার বলে। কোন কারণে বয়লারে ওয়ার্কিং প্রেসারের চেয়ে অতিরিক্ত প্রেসার বেড়ে গেলে এবং বয়লার বিস্ফোরণের উপক্রম হইলে সেফটি ভাল্ব অটোমেটিকভাবে খুলিয়া গিয়া বয়লারের অতিরিক্ত বাষ্প বাহির করিয়া দিয়া বয়লারকে দুর্ঘটনার হাত হইতে রক্ষা করে। বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার জন্য প্রতিটি বয়লারের কমপক্ষে দুইটি সেফটি ভাল্ব থাকা আবশ্যক। 

যাহাতে একটি বিকল হইলে অন্যটির দ্বারা বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করা যায়। সেফটি ভালবের নির্গমন পাইপ ভালবের নির্গমন পথের ব্যাসের অপেক্ষা কম হওয়া উচিত নয়। ইহাতে পর্যাপ্ত ধারক এবং নিষ্কাশনের জন্য প্রয়োজনে ঢালু রাখা হয়। পাইপ যথা সম্ভব ছোট হওয়া উচিত । সেফটি ভালব তিন প্রকার যথাঃ (1) লিভার সেফটি ভাল্ব (২) ডেড ওয়েট সেফটি ভাল্ব (৩) স্প্রিং লোডেড সেফটি ভাল্ব।

 

0 comments:

Post a Comment