Steam Stop Valve ( ষ্টীম স্টপ ভালব)
(1) ষ্টীম স্টপ ভালবঃ
ইহা বয়লারের সবচেয়ে বড় ভালব। ইহা বয়লারে শেলের সবচেয়ে উপরের অংশ ফ্লাজ্ঞ দ্বারা লাগানো থাকে। ইহার কাজ হইল, ষ্টীম লাইনে ষ্টীম সরবরাহ করা। প্রয়োজনে ষ্টীম লাইনে কম বা বেশি ষ্টীম সরবরাহ করা অথবা একবারে ষ্টীম সরবরাহ বন্ধ করা। এই ভালব খোলার সময় আস্তে আস্তে খুলতে হয়, তাহা না হইলে ষ্টীম লাইনে ক্ষতি হইতে পারে। মাঝে মাঝে ষ্টীম লাইন লিক করে কিনা তাহা পরীক্ষা করা প্রয়োজন। বয়লার প্রথম চালু করার সময় স্টীম স্টপ ভালব সামান্য (এক প্যাচ) পরিমাণ খোলা রাখিতে হইবে তাহা না হইলে স্টীমের প্রেসার বাড়িয়া গেলে এই ভালব জ্যাম শক্ত হইয়া যাইবে ফলে খুলিতে খুবই অসুবিধা হইবে।
নীচের চিত্রে কয়েকটি স্টীম স্টপ ভালব দেখান হইলঃ-
01. হ্যান্ড হুইল02. ভালব রড
03. ভালব
04. ভালব সিট
05. ষ্টাফিং বকস
06. ভালব বডি
07. বাষ্প প্রবেশ
08. বাষ্প বাহির
0 comments:
Post a Comment