Friday 14 January 2022

02। নিম্নে গেজ গ্লাস পরীক্ষার নিয়মনীতি বর্ণানা করা হইলঃ

 

উত্তরঃপ্রথমঃ ষ্টীম কক এবং পানির কক বন্ধ করিতে হইবে। তারপর ড্রেন কক খুলিয়া গেজ গ্লাসের ভিতরের পানি ও ষ্টীম বাহির করিয়া দিয়া খালি করিতে হইবে। তারপর ড্রেন কক বন্ধ করিতে হইবে। এই বার  পানির কক এবং ষ্টীম কক খুলিলে গেজ গ্লাসের নির্দিষ্ট লেভেল পরিমাণ উচ্চতায় পানি আসিবে। যদি পানি না আসে তবে বুঝিতে হইবে যে, বয়লারে পানি কম আছে বা নাই। অনেক সময় বয়ারে পানি থাকিলেও গেজ গ্লাসে পানি আসে না। যদি কোন কারণে গেজ গ্লাসের ওয়াটার কক এর মুখে বাধা থাকে, তবে বয়লারে পানি থকা সত্বেও পানি আসে না। আবার অনেক সময় বয়লারে পানি না থাকে অথচ যে কোন কারণে গেজ গ্লাসে পানি দেখা যাইতে পারে। তাই সব সময় গেজ গ্লাস পরীক্ষা করিয়া বয়লারে পানির অবস্থা নিশ্চিত হইতে হইবে।

0 comments:

Post a Comment