Thursday, 3 March 2022

ফিড ওয়াটার পাম্প (Feed Water Pump)

 ফিড ওয়াটার পাম্প (Feed Water Pump)

feed water pump,water pump,boiler feed water pump,boiler feed water pump parts,boiler feed water,boiler feed water pump problem,feed water,repair feed water pump,boiler water feed pump,feed water pump for boiler,home water pump,multistage feed water pump,boiler feed water pump types,duplex boiler feed water pump,feed water system,stuart water pump,water,boiler feed boster pumps,boiler feed water pump maintenance,boiler feed water pump working principleফিড পাম্প,পানির পাম্প,সাবমারসিবল ওয়াটার পাম্প,হাই প্রেসার ওয়াটার পাম্প,বয়লার নতুন ফিড পাম্প সেটিং,পাওয়ারফুল মিনি ওয়াটার পাম্প,বয়লার ফিড পাম্প লিকেস সমাধান,সাবমারসিবল পাম্প। পানির পাম্প,সোলার পাম্প,এয়ার পাম্প,ইয়ার পাম্প,৮০ ওয়াট পাম্প মটর,১৬০ ওয়াট পাম্প মটর,বায়োফ্লক এর এয়ার পাম্প সম্পর্কে জানুন,পাম্প,একুরিয়ামের পাম্প,dc পানির পাম্প,এসি পাম্প,মাঠ পাম্প,সেচ পাম্প,ঘরে বসে খুব সহজেই তৈরি করে ফেলুন পানির পাম্প,ডিসি পাম্প

ফিড পাম্প বয়লারের অকজিলারীজ এর মধ্যে অন্যতম প্রধান ও বিশেষ প্রয়োজনীয় উপকরণ। ইহার সাহায্যে বয়লারের চাহিদা অনুযায়ী বয়লার ড্রামে ফিড ওয়াটার সরবরাহ করা হয়। তাই ইহাকে ফিড পাম্প বলা হয়। বয়লারে পানি ক্রমাগত বাষ্পে পরিনত হওয়ার জন্য বয়লার ড্রামের নীচে নামিয়া দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেই জন্য সর্বদা বয়লার ড্রামে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের জন্য ফিড পাম্পে বিশেষ প্রয়োজন হয়।

ইহা সাধারণত ফিড ওয়াটার ট্যাংক এবং ইকোমোইজার এর মাঝখানে সংযুক্ত থাকে। যে কোন ফিড পাম্প বৈদ্যুতিক মটর বা ছোটখাট ইঞ্জিনের সাহায্যে সরাসরি পরিচালিত হইয়া কার্য সম্পন্ন করে। কারণ ইহা মটর বা ইঞ্জিনের সহিত কাপিং (Coupling) এর মাধ্যমে সংযুক্ত করা হয়। পাম্পের গঠন এবং বয়লারের চাহিদা অনুসারে ইহার গতিবেগ 1000 হইতে 3000 বার/মিনিট পর্যন্ত হয়। 

বয়লার ড্রামে ওয়াটার সরবরাহ করার জন্য সর্বপ্রথম ডাবল একটিং রিসিপ্রোকেটিং পাম্প (Double Acting Reciprocating pump) ব্যবহার করা হইত। বর্তমানে কাজের সুবিধার জন্য ফিড ওয়াটার সরবরাহের কাজে ফিড পাম্প হিসাবে সেন্ট্রিফিউগ্যাল পাম্প বেশী ব্যবহৃত হয়। কারণ ইহা কম চাপে অল্প- সময়ে অধিক পরিমাণ পানি সরবরাহ করিতে সক্ষম। প্লান্টের চাহিদা অনুযায়ী সিংগল স্টেজ বা মালটি ষ্টেজ সেন্ট্রেফিউগ্যাল পাম্প ব্যবহার করা হয়।

0 comments:

Post a Comment