ইহা বয়লারের সবচেয়ে বড় ভালব। ইহা বয়লারে শেলের সবচেয়ে উপরের অংশ ফ্লাজ্ঞ দ্বারা লাগানো থাকে। ইহার কাজ হইল, ষ্টীম লাইনে ষ্টীম সরবরাহ করা। প্রয়োজনে ষ্টীম লাইনে কম বা বেশি ষ্টীম সরবরাহ করা অথবা একবারে ষ্টীম সরবরাহ বন্ধ করা। এই ভালব খোলার সময় আস্তে আস্তে খুলতে হয়, তাহা না হইলে ষ্টীম লাইনে ক্ষতি হইতে পারে। মাঝে মাঝে ষ্টীম লাইন লিক করে কিনা তাহা পরীক্ষা করা প্রয়োজন। বয়লার প্রথম চালু করার সময় স্টীম স্টপ ভালব সামান্য (এক প্যাচ) পরিমাণ খোলা রাখিতে হইবে তাহা না হইলে স্টীমের প্রেসার বাড়িয়া গেলে এই ভালব জ্যাম শক্ত হইয়া যাইবে ফলে খুলিতে খুবই অসুবিধা হইবে।
বয়লার প্রস্তুতকারী অথবা বয়লার পরিদর্শক কর্তৃক নিরাপদে বয়লার চলালনার জন্য প্রত্যেক বয়লারের বাষ্প চাপ নির্ধারণ করে থাকে।
যে চাপে বয়লার সব সময় নিরাপদে চালনা করা যায়। এই নির্ধারিত প্রেসারকে বয়লারের ওয়াকিং প্রেসার বলে। কোন কারণে বয়লারে ওয়ার্কিং প্রেসারের চেয়ে অতিরিক্ত প্রেসার বেড়ে গেলে এবং বয়লার বিস্ফোরণের উপক্রম হইলে সেফটি ভাল্ব অটোমেটিকভাবে খুলিয়া গিয়া বয়লারের অতিরিক্ত বাষ্প বাহির করিয়া দিয়া বয়লারকে দুর্ঘটনার হাত হইতে রক্ষা করে। বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার জন্য প্রতিটি বয়লারের কমপক্ষে দুইটি সেফটি ভাল্ব থাকা আবশ্যক।
যাহাতে একটি বিকল হইলে অন্যটির দ্বারা বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করা যায়। সেফটি ভালবের নির্গমন পাইপ ভালবের নির্গমন পথের ব্যাসের অপেক্ষা কম হওয়া উচিত নয়। ইহাতে পর্যাপ্ত ধারক এবং নিষ্কাশনের জন্য প্রয়োজনে ঢালু রাখা হয়। পাইপ যথা সম্ভব ছোট হওয়া উচিত । সেফটি ভালব তিন প্রকার যথাঃ (1) লিভার সেফটি ভাল্ব (২) ডেড ওয়েট সেফটি ভাল্ব (৩) স্প্রিং লোডেড সেফটি ভাল্ব।
ফিড পাম্প বয়লারের অকজিলারীজ এর মধ্যে অন্যতম প্রধান ও বিশেষ প্রয়োজনীয় উপকরণ। ইহার সাহায্যে বয়লারের চাহিদা অনুযায়ী বয়লার ড্রামে ফিড ওয়াটার সরবরাহ করা হয়। তাই ইহাকে ফিড পাম্প বলা হয়। বয়লারে পানি ক্রমাগত বাষ্পে পরিনত হওয়ার জন্য বয়লার ড্রামের নীচে নামিয়া দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেই জন্য সর্বদা বয়লার ড্রামে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের জন্য ফিড পাম্পে বিশেষ প্রয়োজন হয়।
ইহা সাধারণত ফিড ওয়াটার ট্যাংক এবং ইকোমোইজার এর মাঝখানে সংযুক্ত থাকে। যে কোন ফিড পাম্প বৈদ্যুতিক মটর বা ছোটখাট ইঞ্জিনের সাহায্যে সরাসরি পরিচালিত হইয়া কার্য সম্পন্ন করে। কারণ ইহা মটর বা ইঞ্জিনের সহিত কাপিং (Coupling) এর মাধ্যমে সংযুক্ত করা হয়। পাম্পের গঠন এবং বয়লারের চাহিদা অনুসারে ইহার গতিবেগ 1000 হইতে 3000 বার/মিনিট পর্যন্ত হয়।
বয়লার ড্রামে ওয়াটার সরবরাহ করার জন্য সর্বপ্রথম ডাবল একটিং রিসিপ্রোকেটিং পাম্প (Double Acting Reciprocating pump) ব্যবহার করা হইত। বর্তমানে কাজের সুবিধার জন্য ফিড ওয়াটার সরবরাহের কাজে ফিড পাম্প হিসাবে সেন্ট্রিফিউগ্যাল পাম্প বেশী ব্যবহৃত হয়। কারণ ইহা কম চাপে অল্প- সময়ে অধিক পরিমাণ পানি সরবরাহ করিতে সক্ষম। প্লান্টের চাহিদা অনুযায়ী সিংগল স্টেজ বা মালটি ষ্টেজ সেন্ট্রেফিউগ্যাল পাম্প ব্যবহার করা হয়।
✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? বিসিএস প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, চাকরি প্রাপ্তী পরীক্ষা দিতে হলে আমাদেরকে সাধারণ জ্ঞান সম্পর্কে প্রচুর জ্ঞান রাখা দরকার হয়ে পরে। আমরা যদি নিয়মিত সাধারণ জ্ঞান পড়ি তাহলে নতুন অনেক অজানা তথ্য জানতে পারি এবং প্রয়োজনে সেই জ্ঞান কাজে লাগাতে পারি। নিচে সবার জন্য সাধারণ জ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর
✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর: পটুয়াখালী।
✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর: চলন বিল।
✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর: পঞ্চম তফসিলে।
✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী? উত্তর: সম্মিলিত প্রয়াস।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর: নাজমুন আরা সুলতানা।
✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর: বেগম রাজিয়া বানু।
✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।
✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার।
✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর: জাতীয় সংসদের স্পিকার।
✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন? উত্তর: ৪৬৮২ দিন।
✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: রাজারবাগ, ঢাকা।
✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? উত্তর: ১৯৭৪ সালে।